বার্মিংহামে খ্রিস্টানদের ছাড়িয়ে যাচ্ছে মুসলিম শিশু
ব্রিটেনের বার্মিংহামে প্রথমবারের মতো খ্রিস্টান শিশুর চেয়ে মুসলিম শিশু বেশি বলে ২০১১ সালের আদমশুমারির উদ্ধৃতি দিয়ে ডেইলি মেইল জানিয়েছে। ব্রাডফোর্ড ও লিস্টারের মতো নগরীতেও একই অবস্থা বলে পত্রিকাটি জানিয়েছে। ফলে ব্রিটেনজুড়ে ধর্মীয় দৃষ্টিকোন থেকে জনসংখ্যাগত পরিবর্তন হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ব্রিটেনের দ্বিতীয় নগরী বার্মিংহামে ২,৭৮,৬২৩ শিশুর মধ্যে মুসলিম হিসেবে নিবন্ধিত হয়েছে ৯৭,০৯৯ জন, খ্রিস্টান হিসেবে ৯৩,৮২৮ জন। বাকিরা হিন্দু, ইহুদি।
একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে ব্রাডফোর্ড, লিস্টার, লুটন, বেডফোর্ডশায়ার, বার্কশায়ারের মতো এলাকায়। এছাড়া লন্ডনের নিউহ্যাম, রেডব্রিজ ও টাওয়ার হ্যামলেটের মতো এলাকাগুলোর দুই-তৃতীয়াংশ শিশু মুসলিম। টাওয়ার হ্যামলেটে ৬২ ভাগ শিশুই মুসলিম। সেখানকার ৩৪,৫৯৭ মুসলিম শিশুর বিপরীতে খ্রিস্টান শিশুর সংখ্যা ৮,৯৯৫।
তবে ইংল্যান্ড ও ওয়েলসের প্রতিটি স্থানীয় কর্তৃপক্ষে (এমনকি সাংস্কৃতিকভাবে সবচেয়ে বৈচিত্র্যময় শহর ও নগরীতেও) এখনো খ্রিস্টান ধর্ম আধিপত্য বিস্তার করে আছে বলে আদমশুমারিতে ফুটে ওঠেছে।
ইসলামিক সোসাইটি অব ব্রিটেনের সভাপতি সুগরা আহমদ বলেন, ‘ব্রিটেনের মুসলমানরা মোট জনসংখ্যার মাত্র ৫ শতাংশ। তবে তাদের শিশু সংখ্যা অন্য ধর্মের চেয়ে তুলনামূলক বেশি। আমরা মনে করি, তরুণ মুসলিমদের পরবর্তী প্রজন্ম ব্রিটিশ পরিচিতির পাশাপাশি তাদের মুসলিম ধর্মবিশ্বাস নিয়েও স্পষ্ট ও আত্মবিশ্বাস নিয়ে বেড়ে ওঠবে।