এশিয়ান গেমস ফুটবল : বাংলাদেশের জয়
এশিয়ান গেমস ফুটবলে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। রোববার দক্ষিণ কোরিয়ার ইনচনে ১৭তম এশিয়ান গেমসের ম্যাচে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল ১-০ গোলে হারিয়েছে আফগানিস্তানকে। জয়সূচক গোলটি করেছেন বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম। ম্যাচের ৮৩ মিনিটে গোল করে জয়ের আনন্দ বয়ে এনেছেন তিনি।
দীর্ঘ ২৮ বছর পর বাংলাদেশ এই জয় পেল। ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে এর আগে শেষ জয়টি পেয়েছিল বাংলাদেশ দল।
আনুষ্ঠানিক পর্দা ওঠবে আাগামী ১৯ সেপ্টেম্বর। তবে মূল আসর শুরুর আগেই আরম্ভ হয়েছে ফুটবল ডিসিপ্লিনটির গ্রুপ পর্বের খেলা। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে মামুনুলদের প্রতিপক্ষ সাফ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান ছাড়াও রয়েছে উজবেকিস্তান ও হংকং।
আগামী ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ উজবেকিস্তান। ২২ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ।