জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিল করতে যাচ্ছে কানাডা
কানাডার অস্থির এবং নিত্য পরিবর্তিত ইমিগ্রেন্ট নীতিমালায় এবার যুক্ত হচ্ছে- জন্মসূত্রে নাগরিকত্বের বিধান। কানাডায় জন্ম নেয়া জন্মসূত্রে নাগরিকত্বের পরিমাণ বছরে ৫ শতাংশ। যাদের জন্ম হয় পিতামাতা অস্থায়ীভাবে এসে চাকরির সূত্রে বা পড়াশোনা কিংবা পর্যটক ভিসায় ভ্রমণের সময়। সেই সব সন্তান এখন থেকে আর জন্মসূত্রে নাগরিকত্ব পাবে না।
ইমিগ্রেশন ও সিটিজেনশীপ মন্ত্রি ক্রিস আলেক্সান্ডারের মন্ত্রণালয় সরকারের কাছে একটি প্রস্তাব উপস্থাপন করেছে। তাতে যুক্তি দেখানো হয়েছে- যুক্তরাষ্ট্র আর কানাডাতেই শুধু মাত্র জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার আছে। যা বিশ্বের অন্যান্য দেশে নেই। আঠারো বছরের পর এই সন্তানেরা স্পন্সর করে বাবা-মাকে আমেরিকা-কানাডায় নিয়ে আসতে পারে।
উল্লেখ্য, কনজার্ভেটিভ পার্টির সাবেক ইমিগ্রেশন মন্ত্রি জেসন কেনি তৎকালীন লিবারেল পার্টির প্রবর্তিত এই ‘বার্থ ট্যুরিজম’ ১৯৯০ সালে বন্ধের উদ্যোগ নিয়েছিলো। কিন্তু প্রতিবাদের মুখে তা কার্যকর হয়নি। এবার কি হয়, তা দেখার অপেক্ষায়।