সহায়তা পেলেন সোমালিয়া ফেরত ৭ নাবিক
সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে দেশে ফেরা সাত বাংলাদেশি নাবিককে পাঁচ লাখ করে মোট ৩৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওই নাবিকদের হাতে চেক তুলে দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আর্থিক সহায়তা পাওয়া সাত নাবিক হলেন গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, জাকির হোসাইন, লিমন সরকার, আবুল কাশেম সরদার ও নুরুল হক।
২০১০ সালে এই সাত নাবিক সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হন। চলতি বছরের জুন মাসে তাদের জিম্মিদশা থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনা হয়।