লন্ডন পরিবহনে কন্টাক্টল্যাস পেমেন্ট চালু
টিকেট ও অয়েস্টার কার্ডের পরিবর্তে কন্টাক্টল্যাস ডেবিট অথবা ক্রেডিট কার্ডের ব্যবহার চালু করেছে টিএফএল। ট্রান্সপোর্ট প্রধানের বরাত দিয়ে খবরে বলা হয়, লন্ডনের টিউব ও বেশির ভাগ পরিবহন যাত্রী এখন থেকে কন্টাক্টল্যাস কার্ড ব্যবহার করে ভ্রমন করতে পারবেন।
ট্রান্সপোর্ট ফর লন্ডন(টিএফএল) বলেছে যানবাহনে কন্টাক্টল্যাস পেমেন্ট চালুর ফলে লাখ লাখ যাত্রীর ভ্রমন সহজতর ও আরামদায়ক করে তুলবে।
তিনি বলেন, যাত্রীদের এখন থেকে টিউব, ট্রাম, ডিএলআর, লন্ডন ওভারগ্রাউন্ড ও রেল সার্ভিসে টিকেট অথবা অয়েষ্টার স্মার্টকার্ডের প্রয়োজন হবে না।
উল্লেখ্য, অর্ধেক লন্ডনবাসির ইতোমধ্যেই কন্টাক্টল্যাস ডেবিট অথবা ক্রেডিট কার্ড রয়েছে যেগুলি একটি পিন নম্বর অথবা দস্তখত ছাড়াই ২০ পাউন্ড বা তার চেয়ে কম পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।
উল্লেখ্য, ২০১২ সালের ডিসেম্বর থেকে লন্ডনের বাস সার্ভিসে কন্টাক্টল্যাস পেমেন্ট চলে আসছে এবং জুলাইয়ে নগদ প্রদান তুলে দেয়া হয়।