মাওলানা সাঈদীর জন্য দোয়া চেয়েছে জামায়াত
মানবতা বিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের আপীলের রায়কে সামনে রেখে জামায়াতের নায়েবে আমীর প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদীর জন্য বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ও মুসলিম বিশ্বের জনগণের নিকট তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছে জামায়াত। আজ সন্ধ্যায় এক বিবৃতিতে এই আহবান জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ। বিবৃতিতে তিনি এই মূহুর্তে মাওলানা সাঈদীর মুক্তির দাবি জানান। আগামী কাল বুধবার তার আপীলের রায় দেয়ার কথা রয়েছে।
বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বলেন, সরকার অন্যায়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশ্ব বরেণ্য মুফাস্সিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীআক দীর্ঘ দিন যাবৎ কারাগারে আটক রেখেছে। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী প্রায় অর্ধ শতাব্দী কাল যাবৎ বাংলাদেশসহ বিশ্বের অগণিত মানুষের নিকট কুরআনের তাফসির পেশ করে আসছেন। তাঁর কণ্ঠে কুরআনের আহ্বান শুনে অসংখ্য মানুষ ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত হয়েছেন। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে সরকার তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে তাঁকে সাজা দেয়া হয়। তিনি যেন সরকারের কোন জুলুমের শিকার না হন সেই জন্য মহান রব্বুল আল-আমীনের কাছে দোয়া করার জন্য আমি বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভাই-বোন ও মুসলিম বিশ্বের জনগণের নিকট তার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।