দেশজুুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্কতা
বুধবার মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র করে বিশেষ জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ তার ওপর অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার বিকালে বেতারের মাধ্যমে এই বার্তা সব থানায় পৌঁছে দেন।
ডিএমপির পাশাপাশি এই মেসেজ দেশের অন্যান্য জেলায়ও পৌঁছানো হয়েছে। বিশেষ করে, যেসব জেলায় জামায়াতের আধিপত্য রয়েছে সেসব জেলার পুলিশ সুপারদের বিশেষভাবে সতর্ক করে দেয়া হয়েছে।
বিশেষ বার্তা অনুযায়ী মঙ্গলবার বিকাল থেকেই রাজধানীর ৫৬টি চেকপোস্টে একযোগে তল্লাশি শুরু করে পুলিশ। এসব চেকপোস্টে সব ধরনের যানবাহন তল্লাশি করা হচ্ছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে না পারে, সেজন্য এই জরুরি ব্যবস্থা বলে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গলমাধ্যমকে জানিয়েছেন।