কামারুজ্জামানের আপিলের রায় যে কোনো দিন
মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আপিলের রায় যে কোনো দিন ঘোষণা করা হবে।
বুধবার উভয় পক্ষের শুনানি শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেমান রাখেন আপিল বিভাগ। এসময় আসামিপক্ষে উপস্থিত ছিলেন এডভোকেট এসএম শাহজাহান ও এডভোকেট শিশির মুনীর। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।