স্কটল্যান্ডে এবার ‘না’ ভোট সামান্য এগিয়ে
স্কটল্যান্ডে আগামীকালের গণভোট তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হতে যাচ্ছে। মাত্র এক দিন আগে পরিচালিত তিনটি জরিপেই স্বাধীনতার বিপক্ষে তথা ‘না’ ভোট সামান্য বেশি বলে দেখা যাচ্ছে। তবে প্রবীণদের মধ্যেই না ভোটের প্রবণতা বেশি। তরুণরা স্বাধীনতার পক্ষে সোচ্চার। বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হবে।
রয়টার্স জানিয়েছে, না ভোটের সমর্থকেরা ৪ শতাংশ এগিয়ে রয়েছে। তাদের পক্ষে পড়ছে ৫২ ভাগ ভোট, আর স্বাধীনতার পক্ষে তথা হ্যাঁ ভোট পড়ছে ৪৮ ভাগ।
তবে স্কটল্যান্ডের ৪৩ লাখ জনসংখ্যার ৮ থেকে ১৪ শতাংশ এখনো ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। তারাই সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্ট্রাথক্লেড বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞানের অধ্যাপক জন কারটিস বলেছেন, নির্বাচনটি হতে যাচ্ছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খুব সম্ভবত হ্যাঁ ভোটই জয়যুক্ত হবে। কারণ তাদের পক্ষেই জোয়ার রয়েছে।
প্রায় এক শতাব্দী আগে আয়ারল্যান্ড বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এটাকেই যুক্তরাজ্যের জন্য সবচেয়ে বড় হুমকি বিবেচনা করা হচ্ছে। তাই যুক্তরাজ্যকে অখ- রাখার জন্য ব্রিটিশ রাজনীতিবিদেরা ওঠেপড়ে লেগেছে। তারা নানা ধরনের প্রলোভন দেখাচ্ছে।
৩০৭ বছর ধরে ব্রিটেনের সাথে রয়েছে স্কটল্যান্ড। এখন তারা আলাদা হয়ে গেলে ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডও আরো ক্ষমতা দাবি করতে পারে।