অসন্তুষ্ট জাগরণকর্মীদের ওপর পুলিশের জলকামান
আপিল বিভাগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড রায়ের প্রতিবাদে শাহবাগে মিছিলের চেষ্টা করেছে সরকার সমর্থক গণজাগরণ মঞ্চের কর্মীরা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে অর্ধশতাধিক কর্মী নিয়ে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার একটি মিছিল বের করে। কিছুক্ষণের মধ্যে মিছিলে পুলিশ জলকামানের গরম পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
এরপর বেলা পৌনে ১২টার দিকে শাহবাগ মোড় থেকে জাগরণকর্মীদের সড়ক প্রতিবন্ধক তুলে ফেলে পুলিশ। পুলিশের তাড়া খেয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার সামনে গিয়ে অবস্থান নিয়েছে।
এর আগে রায়ের প্রতিক্রিয়ায় ইমরান এইচ সরকার বলেন, এ রায় জামায়াতের সঙ্গে সরকারের গোপন আতাঁতের ফল। গত এক বছর ধরে সরকার জামায়াতের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করেছে। যার প্রতিফলন ঘটেছে এ রায়ে।