চীন সফরে বিএনপির প্রতিনিধি দল
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ১০ দিনের সফরে চীন গেছে বিএনপির প্রতিনিধি দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিনিধি দলটি বুধবার দুপুর ২টায় চীনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়ে।
প্রতিনিধি দলে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির সভাপতি হারুন অর রশীদ ও নির্বাহী কমিটির সদস্য শ্যামা ওবায়েদ।