জেদ্দায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ছাত্রদল নেতা ও সৌদি আরবের জেদ্দা পশ্চিম অঞ্চল যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হক বুলবুল (৩৮) সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় ভোর ৬ টায় আফিফ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর জানার পর থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজলার সাহেবাবাদ গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বুধবার ভোরে জেদ্দা থেকে নিজের একটি পাজারো জিপ গাড়ি চালিয়ে এনামুল রিয়াদ যাবার পথে আফিফ নামক স্থানে একটি লড়ীর সাথে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় ও শরীরে আঘাত পেয়ে মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে আফিফ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার সহযাত্রী কুমিল্লার দেবিদ্বার উপজেলার শরীফ (২৮) আহত হয়। বর্তমানে সে একই হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। বুলবুল ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের মৃত আবদুল হক মাস্টারের পুত্র। বর্তমানে তার লাশ আফিফ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। এনামুল হক বুলবুল দীর্ঘদিন যাবত্ সৌদি আরবে স্ব-পরিবারে বসবাস করছিলেন। আইনে প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২/৩ দিনের মধ্যেই লাশ দেশের বাড়ীতে পৌঁছবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, বাংলাদেশে ছুটি কাটিয়ে গত ৪ সেপ্টেম্বর তিনি পুনরায় সৌদি আরবে গিয়েছিলেন।