আগুনে পুড়ছে কেনিয়ার প্রধান বিমানবন্দর
কেনিয়ার রাজধানী নাইরোবির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (বুধবার) ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ার পর নাইরোবির জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। অনেক যাত্রীকে বিমানবন্দরের পাশের একটি মাঠে অপেক্ষা করতে দেখা গেছে।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে। ওই এলাকায় কেবল জরুরি যানবাহন প্রবেশ করতে পারবে। এখন পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ার কারণ জানা যায়নি।
নাইরোবির জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দরটি পূর্ব আফ্রিকা অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট। কারণ দূরপাল্লার অনেক বিমানই তাদের প্রয়োজনে সেখানে যাত্রাবিরতি করে। আগুন লাগার পর ওই বিমান বন্দরমুখী কয়েকটি বিমান তাদের রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে।