প্যারিসে চলছে বাটেক্সপো-২০১৪
ফ্রান্সের রাজধানী প্যারিসে দেশের তৈরি পোশাকের প্রদর্শনী বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপজিশন (বাটেক্সপো)- ২০১৪ এর আয়োজন করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
১৬ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রদর্শনীতে বাংলাদেশের মোট ৫৫টি শিল্প প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম প্যারিসে চলমান এ প্রদর্শনীতে অংশগ্রহন করছেন। তিনি মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় বাটেক্সপোর উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ-ফ্রান্স ইকোনমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েতউল্যাহ , বিজিএমইএ-এর পরিচালক খন্দকার রফিকুল ইসলাম ও সৈয়দ সাদেক আহমেদ এবং বাংলাদেশ-ফ্রান্স চেম্বারের সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাটেক্সপো-২০১৪ এর সমন্বয়ক মিনহাজুল ইসলাম।