‘এবার গ্রামে গ্রামে উন্নয়নের বিলবোর্ড ঝুলানো হবে’

শহর থেকে গ্রাম পর্যন্ত উন্নয়নের বিলবোর্ড ঝুলানো হবে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, বিলবোর্ড কেবল শুরু হয়েছে। এরপর জেলায় জেলায়, ইউনিয়নে ইউনিয়নে এমনকি গ্রামে গ্রামেও উন্নয়নমূলক কাজের বিলবোর্ড ঝোলানো হবে। জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ কামালের জন্মদিন উপলক্ষে এবং সরকারের বিরুদ্ধে বিএনপির দেশে-বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
সুরঞ্জিত বলেন, দেশের উন্নয়ন, নির্মাণ অনেকেরই চোখে পড়ে না। অথচ বিলবোর্ডে আওয়ামী লীগের সফলতা দেখলে ‘গেল গেল’ বলে ওঠে। আপনারা কেবল ঢাকার বিলবোর্ড দেখেই অস্থির হয়ে গেলেন? বিলবোর্ড তো আরম্ভ হলো মাত্র। থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে বিলবোর্ড ছড়িয়ে দেয়া হবে। তখন দেখা যাবে মিথ্যার বিরুদ্ধে সত্য দাঁড়াতে পারে কি না। অন্তবর্তী সরকার প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়া রাজপথের নয়, সাংবিধানিক বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করছেন। তাই তার জানা থাকা দরকার, সংবিধানে রয়েছে একজন সরকার প্রধান অন্য সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। আর অন্তবর্তী সরকার প্রধান কে হবেন সে সিদ্ধান্ত নেবে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল, বিরোধী দলীয় নেত্রী নন। সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বক্তব্য দেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button