ইইউ পার্লামেন্টে সম্প্রচার নীতিমালার সমালোচনা
বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ সরকার গৃহীত সম্প্রচার নীতিমালার সমালোচনা করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশে হত্যা, গুম, খুন, লুট, অপহরণ, বিনা বিচারে হত্যাকাণ্ডের সমালোচনাও বিতর্কে উঠে এসেছে।
বৃহস্পতিবার নির্ধারিত বিতর্কের শিরোনাম ছিলো- হিউম্যান রাইটস ভায়োলেশন ইন বাংলাদেশ। ইইউ পার্লামেন্ট ও কমিশনের রুল ১৩৫ মোতাবেক ডিবেট অন কেইসেস অব ব্রিচেস অব হিউম্যান রাইটস, ডেমোক্রেসি এন্ড দ্য রুল- ম্যাক্সিমাম রুল ১৩৫-এর অধীনে পার্লামেন্টে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন, আইনের শাসন ভূলুন্ঠিত এবং র্যাব ও ডিবির নামে রাজনৈতিক নেতাকর্মীদের অপহরণ, ইলিয়াস আলীর সন্ধান ইত্যাদি দাবি নিয়ে পার্লামেন্টে এই নির্ধারিত বিতর্কে সরকারের কঠোর সমালোচনা করা হয়েছে।
বিতর্কে ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের বিষয়ও স্থান পায়। সম্প্রচার নীতিমালার কঠোর সমালোচনা করে বলা বিতর্কে বলা হয়, এটি মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। র্যাবের কঠোর সমালোচনা করে বাহিনীটির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।