সৌদি আরবে অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃত্যু
সিরাজুল হক মানিক: সৌদি আরবের রাজধানী রিয়াদের সোলাই নামক এলাকায় অগ্নিকাণ্ডে রবিউল ইসলাম (৩৩) ও ইকবাল হোসেন (৩২) নামে দুই বাংলাদেশি মারা গেছেন। বুধবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তারা পুড়ে মারা যান।
নিহত রবিউল কুমিল্লার মুরাদনগর উপজেলার জনপ্রতি গ্রামের আবদুল গনির ছেলে এবং ইকবাল হোসেন একই উপজেলার রাজারচাতি টোলা গ্রামের ইস্রাফিল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে রিয়াদের আল সোলাই এলাকায় আল ফেয়ারি ট্রেডিং ফোম ফ্যাক্টরিতে আগুন লাগে। নিহত দুই যুবক প্রতিদিনের মত কাজ শেষে ফোম ফ্যাক্টরির ভেতর ঘুমিয়ে ছিলেন।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে লাশ দুটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মিজানুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বাংলাদেশি দুই যুবক একটি ফোম ফ্যাক্টরির কর্মচারী ছিলেন।
তিনি বলেন, তাদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। পরিবার চাইলে লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
নিহত রবিউল এবং ইকবাল কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাসিন্দা বলেও জানান মিজানুর রহমান।