ফল যা-ই হোক জিতবেন স্যামন্ড
বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে দীর্ঘ প্রতীক্ষিত গণভোট। বিশ্লেষকেরা বলছেন, গণভোটের ফল যা-ই হোক না কেন, জয়ী হবেন এই স্যামন্ড। স্কটল্যান্ড স্বাধীন হলে তিনিই বিবেচিত হবেন এই স্বাধীনতার জনক তথা স্কটল্যান্ডের নায়ক হিসেবে। আর স্বাধীন না হলে যুক্তরাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী স্কটল্যান্ড সরকার কর আদায় ও ব্যয়ের ক্ষেত্রে আরও ক্ষমতা পাবে। সেটাও স্কটল্যান্ডের স্বাধীনতাকামীদের জন্য একধরনের জয়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ ও প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা এডওয়ার্ড মিলিব্যান্ড ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। তাঁরা স্কটল্যান্ডকে যুক্তরাজ্যের সঙ্গে রাখার পক্ষে। গর্ডন ব্রাউন ও ‘না’ প্রচারাভিযানের অন্যতম নেতা অ্যালিস্টার ডার্লিং নিজ নিজ কেন্দ্রে ভোট দেন।