কংগ্রেসে ওবামার সিরিয়া পরিকল্পনা পাস
ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধরত সিরিয়ার মধ্যপন্থী বিদ্রোহীদের সামরিক প্রশিণ ও অস্ত্র দেয়ার প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ ভোটে বিলটি পাস হয় এবং তা সিনেটেও পাস হবে বলে আশা করা যাচ্ছে।
প্রেসিডেন্ট বারাক ওবামার এ মর্মে বারবার ঘোষণা দেয়ার পর বিলটি পাস হলো যে, তিনি ইরাকে স্থল অভিযানে মার্কিন সৈন্য পাঠানোর প্রতিশ্রুতি দিচ্ছেন না।
বুধবার প্রতিনিধি পরিষদে বিলটি ২৭৩ ভোটে পাস হয়। এর বিপে ১৫৬ ভোট পড়ে। পে ১৫৯ জন রিপাবলিকান ও ১১৪ জন ডেমোক্র্যাটিক সদস্য ভোট দেন। বিপে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে ৭১ জন রিপাবলিকান এবং ৮৫ জন মতাসীন ডেমোক্র্যাটিক দলের সদস্য।
প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর বিলটি অনুমোদনের জন্য গতকাল সকালে মার্কিন সিনেটে পাঠানোর কথা। সিনেট সদস্যরা এটি অনুমোদন করার পর এটি প্রেসিডেন্ট ওবামার কাছে পাঠানো হবে। প্রেসিডেন্ট এতে সই করার পর এটি আইনে হিসেবে কার্যকর হবে।
এই পরিকল্পনা পাস হওয়ার আগে ওবামা ফের ঘোষণা করেন, মার্কিন বাহিনী ইরাকে কোনো স্থল অভিযানে অংশ নেবে না। তারা কেবল বিমান হামলা চালাবে। মার্কিন বাহিনী ইতোমধ্যে ইরাকের উত্তরাঞ্চলে আইএসের অবস্থান ল্য করে বিমান হামলা শুরু করেছে। আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত দেশটিতে ১৭৪টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
বিলটি পাস হওয়ায় সিরিয়ায় আইএস যোদ্ধাদের দমনে ওবামা এখন ৫০ কোটি ডলার খরচ করতে পারবেন। আর এ অর্থ সিরিয়ার সরকারবিরোধীদের প্রশিণ ও অস্ত্রশস্ত্র প্রদানে ব্যয় করা হবে।
উল্লেখ্য, সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করলেও তারা আইএসবিরোধী। তাই এ বিদ্রোহীদের দিয়ে আইএস দমন ও বাশারের পতন উভয় উদ্দেশ্য পূরণ করতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।