ফ্রান্সে বাড়ছে অস্থায়ী ও চুক্তিভিত্তিক নিয়োগ
ফ্রান্সে চাকরির নিরাপত্তা ক্রমেই কমছে বলে দেশটির নতুন অর্থনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে। এর আগে দেশটিতে দীর্ঘদিন ধরে চাকরির ক্ষেত্রে নিরাপত্তা বজায় থাকলেও দ্রুত তার পরিবর্তন ঘটছে এবং কোম্পানিগুলো দীর্ঘমেয়াদি কর্মী নিয়োগ দেয়া প্রায় বন্ধ করে দিয়েছে। এর পরিবর্তে অস্থায়ী ও চুক্তিভিত্তিক নিয়োগের পথ বেছে নিচ্ছে ফরাসি কোম্পানিগুলো।
ফরাসি জাতীয় পরিসংখ্যান ও অর্থনৈতিক রিসার্চ ইন্সটিটিউট বা আইএনএসইই’র সমীক্ষায় দেশটির চাকরি ক্ষেত্রে নিরাপত্তাহীনতার এ সব তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়েছে, ১৯৮২ সালের তুলনায় ফরাসি কর্মীদের স্বল্পমেয়াদি চাকরি করার পরিমাণ পাঁচগুণ বেড়েছে। এ ছাড়া, ১৯৮২ থেকে ২০১১ সাল পর্যন্ত ফরাসি চাকরি ক্ষেত্রে নিরাপত্তাহীনতা পাঁচগুণ বেড়েছে।
এতে আরো বলা হয়েছে, ১৯৮২ সালে ফরাসি কর্মী বাহিনীর মাত্র ৫ শতাংশ স্বল্পমেয়াদি চুক্তিতে কাজ করলেও ২০১১ সালে সে সংখ্যা বেড়ে ১৩ শতাংশে পৌঁছেছে।