গণজাগরণ মঞ্চের দু’পক্ষের সংঘর্ষ, ডা. ইমরানসহ আহত ৫
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আজীবন কারাদন্ড দেয়ার প্রতিবাদে আয়োজিত সমাবেশে গণজাগরণ মঞ্চের দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দু’পক্ষের উপরই লাঠিচার্জ করেছে। এতে গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ৫ জন আহত হয়েছেন। শুক্রবার ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সমাবেশ শেষে সন্ধ্যার পর ডা. ইমরান এইচ সরকার সমর্থকরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মঞ্চের অপর পাশে অবস্থান নেয়া কামাল পাশার সমর্থকদের চেয়ার ছুঁড়ে মারে ইমরান সমর্থকরা। এরপর উভয় গ্রুপের সমর্থকরা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত হন ডা. ইমরান এইচ সরকারসহ ২ জন ও কামাল পাশা গ্রুপের ৩ জন সমর্থব।
এ ঘটনায় পর গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ইমরানের সহযোগী আরিফ জেবতিককে অবাঞ্চিত ঘোষণা করেছে কামাল পাশা গ্রুপ।
এর আগে শুক্রবার বিকালে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তিন ভাগে বিভক্ত হয়ে গণজাগরণ মঞ্চে অবস্থান নেয় ইমরান এইচ সরকার, কামাল পাশা ও বাপ্পাদিত্য বসুর সমর্থকরা।