ভারতীয় মুসলিমদের প্রশংসায় পঞ্চমুখ মোদি
গুজরাট দাঙ্গায় ইন্ধন জোগানোর গুরুতর অভিযোগ রয়েছে তৎকালীন মুখ্যমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। লোকসভা নির্বাচনের সময় কলকাতা ও আসামে মুসলিম বিদ্বেষী কার্ডও খেলেছেন তিনি। কিন্তু সেটা যে শুধুই রাজনৈতিক কৌশল ছিল তা সত্য বলেই মনে হচ্ছে।
কারণ ক্ষমতার মসনদে বসে মোদি ভারতের প্রধানমন্ত্রীর মতোই আচরণ করছেন। সবার হয়েই কথা বলছেন। এরই ধারাবাহিকতায় সারা বিশ্বে জঙ্গি উন্মাদনার মধ্যে ভারতীয় মুসলিমদের উচ্চে তুলে ধরলেন তিনি।
একটি বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে মোদি বলেন, ‘ভারতীয় মুসলিমরা এদেশের জন্য বাঁচে, প্রাণ দিতেও পিছপা হয়ে না। আল কায়েদার নাশকতার মন্ত্রে মোটেও মেতে ওঠেন না ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষরা।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি ওরা (আল কায়েদা) আমাদের দেশের মুসলিমদের প্রতি অবিচার করছে। যদি কেউ ভেবে থাকে ভারতীয় মুসলিমরা তাদের সুরে নেচে উঠবে, তাহলে বাস্তবে তারা ভ্রান্তির জগতে বাস করে।’
এদেশের মুসলিমরা কখনও ভারতের ক্ষতি চান না- এমন আত্মবিশ্বাসের কথাও বলেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি আল কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরি এক ভিডিওবার্তায় বলেন, কাশ্মীর ও গুজরাটে ভারতীয় মুসলিমরা যে নিপীড়নের শিকার হচ্ছেন তার থেকে তিনি তাদের মুক্ত করতে চান। সেই উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে আল কায়েদার জঙ্গি শাখা গঠনের কথাও ঘোষণা করেন তিনি।
মোদী এই প্রসঙ্গে বলেন, সমগ্র পৃথিবীতে মানবতা রক্ষা করতে হবে। আল কায়েদার এই হুমকি মানবতা বিরোধী। আমাদের কাছে এটি মানবিকতার সঙ্গে অমানবিকতার যুদ্ধ।