প্রবাসীদের অভিজ্ঞতা কাজে লাগালে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন সম্ভব

JMGবৃটেনের বাঙালী কমিউনিটিকে নিয়ে পুরো বাংলাদেশে গর্ব করতে পারে। এই কমিউনিটি বাংলাদেশের নাম বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছে। এর অন্যতম নেপথ্যের কারিগর ব্রিটেনের বাংলাদেশী বংশোদ্ভুত মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো। প্রবাসীদের এই অভিজ্ঞতা কাজে লাগালে বাংলাদেশে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন হবে।
গত বুধবার পূর্ব লন্ডনের বৃটেনের বাঙালী কমিউনিটির অন্যতম বানিজ্যিক প্রতিষ্ঠান জেএমজি কার্গো পরিদর্শনকালে যুক্তরাজ্য সফররত বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি এ কথা বলেন।
তিনি আরো বলেন, এতোদিন বৃটেনের বাংলাদেশীরা শুধুমাত্র রেষ্টুরেন্ট ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল। তবে, এখন সেই গতানুগতিক ধারা ভেঙে জেএমজি কার্গোর ম্যানেজিং ডাইরেক্টর মনির আহমেদের মতো উদ্যোক্তারা নতুন নতুন সম্ভাবনাময়ী সেক্টরে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাছে। যা কমিউনিটির জন্য একটি ইতিবাচক দিক। এর মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির সাথে অন্যানা কমিউনিটিসহ মুলধারার সাথে আরো বেশি সম্পৃক্তাতার সুযোগ সৃষ্টি হবে।
গত বুধবার দুপুরে পূর্ব লন্ডনের ফোর্ডহাম স্ট্রিটে অবস্থিত জেএমজি কার্গোর প্রধান কার্যালয়ে মন্ত্রী পৌছলে তাঁকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডাইরেক্টর মনির আহমদ। পরে সেখানে উপস্থিত বাংলামিডিয়ার সাংবাদিক ও সুধিজনদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে জেএমজির প্রতিষ্ঠাতা মনির আহমদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে ধন্যবাদ জানিয়ে বলেন, জেএমজি কার্গোর কার্যালয়ে আপনার আগমনে আমরা সত্যিই আনন্দিত। বৃটেনে প্রবাসীদের উন্নয়নে আপনার সহযোগিতা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করি।
তিনি এসময় প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ, বৃটেন থেকে দেশে ব্যবসা প্রতিষ্ঠানের প্রসারে সরকারের সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএনবাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বখশ, বাংলা টিভির  সেলস ডাইরেক্টর এস এম জুবায়ের, এনটিভি ইউরোপের হেড অব নিউজ রাজিব হাসান, বাংলাটিভির চীফ রিপোর্টার ইব্রাহিম খলিল, দি সানরাইজ টুডে‘র সম্পাদক এনাম চৌধুরী, বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের লন্ডন রিজিওনের সেক্রেটারী খালেদ আহমদ ছরকুম, বিবিআর ইনভেস্ট ফোরামের ফাইনান্স ডাইরেক্টর আব্দুল কাদির, সাংবাদিক সোয়েব কবির, বাংলাটিভির স্টাফ রিপোর্টার রেজাউল করিম মৃধা ও জেএমজি কার্গোর কর্মকর্তা মাহমুদুল হাসান দুলাল প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button