স্কটল্যান্ডের গণরায়কে শ্রদ্ধার আহ্বান রানীর
স্কটল্যান্ডের গণভোটের পর আবার মুখ খুলেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। তিনি স্কটল্যান্ডের গণরায়কে শ্রদ্ধার আহ্বান জানিয়েছেন। রানী বলেন, আমি বিশ্বাস করি স্কটল্যান্ড পারস্পারিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে। স্কটল্যান্ড স্বাধীন হবে না ব্রিটেনের সঙ্গে- এই ইস্যুতে বৃহস্পতিবার গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার প্রকাশিত ফলাফলে দেখা যায় না ভোট পড়েছে ৫৫.৩০ শতাংশ ও হ্যাঁ ভোট পড়েছে ৪৪.৭০ শতাংশ। এর ফল ৩০৭ বছর ধরে ব্রিটেনের সঙ্গে থাকা স্কটল্যান্ড আপাতত আলাদা হচ্ছে না। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার আলেক্স সালমন্ড পদত্যাগের ঘোষণার পর রানী এ বিবৃতি দিলেন। ভোটের আগে রানী গণভোটকে স্কটল্যান্ডের জণগণের বিষয় বলে উল্লেখ করেন।