যুক্তরাষ্ট্রের স্কুল পুলিশকে সামরিক অস্ত্র সরবরাহ
যুক্তরাষ্ট্রের স্কুল পুলিশ বিভাগকে বিনামূল্যে বাড়তি অস্ত্র ও সামরিক সাঁজোয়া গাড়ি সরবরাহ করা হচ্ছে। পেন্টাগন থেকে সরবরাহ করা এসব অস্ত্রের মধ্যে, মেশিনগান, এম১৬ আধা স্বয়ংক্রিয় রাইফেল এবং গ্রেনেড লঞ্চার রয়েছে। এ ছাড়া, ইরাক ও আফগানিস্তানে ব্যবহৃত মাইন বিস্ফোরণ প্রতিরোধে সক্ষম, মাইন রেজিস্ট্যান্স অ্যামবুশ প্রটেকটেড (এমআরএপি) নামে পরিচিত ভারি সাঁজোয়া গাড়িরও মার্কিন স্কুল পুলিশকে দিয়েছে পেন্টাগন। এ জাতীয় প্রতিটি গাড়ির মূল্য সাত লাখ ৩০ হাজার ডলারের বেশি এবং প্রতিটি গাড়ির ওজন প্রায় ১৮ টন। মার্কিন বিদ্যালয়গুলোর আইন প্রয়োগে নিয়োজিত স্কুল ডিসট্রিক্টের আওতাধীন স্কুল পুলিশ বিভাগকে ১৯৯০-এর দশক থেকে নিজেদের বাড়তি অস্ত্র ও সামরিক গাড়ি বিনামূল্যে যুগিয়ে চলেছ পেন্টাগন। পেন্টাগনের ১০৩৩ কর্মসূচির আওতায় এ সব অস্ত্রের যোগান দেয়া হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি স্কুলগুলোকে পরিচালনার জন্য স্কুল ডিসট্রিক্ট নামে পরিচিত স্বশাসিত সংস্থা রয়েছে। স্থানীয় সরকার বা অঙ্গরাজ্যের সরকার এসব স্কুল ডিসট্রিক্টকে পরিচালনা করে। একমাত্র ভার্জিনিয়া অঙ্গরাজ্য ছাড়া আর সব স্কুল ডিসট্রিক্টের করারোপের ক্ষমতা রয়েছে। কিন্তু গতমাসে মিসৌরি অঙ্গরাজ্যের ফারগুসনে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন নিহত হওয়াকে কেন্দ্র করে গণ বিক্ষোভ সৃষ্টি হয়েছিল। এ বিক্ষোভ দমনে মার্কিন পুলিশ সাঁজোয়া গাড়িসহ যুদ্ধে ব্যবহৃত অস্ত্র নিয়ে নামার পরিপ্রেক্ষিতে স্কুলগুলোকে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র ও সামরিক যান সরবরাহ করার পেন্টাগনের কর্মসূচিটি আলোচনায় উঠে আসে।
পেন্টাগনের দেয়া অস্ত্র গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, টেক্সাস, নেভাডা, উটাহ, ফ্লোরিডা, জর্জিয়া কানসাস এবং মিশিগান অঙ্গরাজ্যের অন্তত ২৬টি স্কুল ডিসট্রিক্ট । চলতি সপ্তাহে অন্তত ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং মানবাধিকার গোষ্ঠী পেন্টাগনের কাছে লেখা এক চিঠিতে বিতর্কিত অস্ত্র সরবরাহ কর্মসূচি বন্ধের দাবি জানিয়েছে। এ ছাড়া, পেন্টাগনের কাছ থেকে পাওয়া অস্ত্র ও সামরিক সরঞ্জাম ফিরিয়ে দেয়ার জন্য তারা স্কুল পুলিশ বিভাগগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম স্কুল পরিচালনা সংস্থা, লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিসট্রিক্ট বলেছে, পেন্টাগনের কাছ থেকে যে তিনটি গ্রেনেড লাঞ্চার পেয়েছে তা স্কুল পুলিশের দায়িত্ব পালনের আওতায় পড়ে না কিংবা জীবন রক্ষায় নিয়োজিত পুলিশের কাজে তা সহায়তা করবে না বলে এগুলোকে ফেরত দেয়া হবে। অবশ্য, যুদ্ধ ক্ষেত্রে ব্যবহারের উপযোগী করে তৈরি ৬০টি এমআই১৬ রাইফেল এবং একটি এমআরএপি ফেরত দেয়া হবে না বলে জানিয়েছে এ স্কুল ডিসট্রিক্ট।