গাজা সংঘাত অবসানের দাবিতে ইসরাইলে বিক্ষোভ
গাজা সংঘাত অবসানের দাবিতে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় সেদরত শহরে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার বিকালে তারা গাজা শহরের সীমান্তে জড়ো হন এবং ইসরাইলের যুদ্ধবাজ সরকারকে শান্তিপূর্ণ উপায়ে ও কূটনৈতিকভাবে গাজা সমস্যা সমাধানের আহ্বান জানান। বিক্ষোভকারীরা হাতে টর্চ নিয়ে সমাবেশে যোগ দেন এবং ইসরাইল সরকার তাদের দাবি উপেক্ষা করছে বলে অভিযোগ করেন। এছাড়া, তারা যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান। বিক্ষোভকারীরা বলেন, গাজা সমস্যা সমাধানের জন্য সরকারকে অবশ্যই ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনায় বসতে হবে।
গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত চুক্তির বাস্তবায়ন ও খুঁটিনাটি নিয়ে যখন মিশরের রাজধানী কায়রোয় ফিলিস্তিন ও ইসরাইলি প্রতিনিধিদল পরোক্ষ আলোচনায় বসতে যাচ্ছেন তখন ইসরাইলিরা এই বিক্ষোভ করলেন।