মেলায় আয়কর আদায় এক হাজার কোটি টাকা ছাড়ালো

ঢাকাসহ সারা দেশে ৪২টি স্থানে জাতীয় আয়কর মেলা চলছে। আয়কর মেলায় করদাতাদের ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। গতকাল ছিল মেলার পঞ্চম দিন। আর মেলার গত পাঁচ দিনে সারা দেশে আয়কর আদায়
হয়েছে ১,০৯৬ কোটি ৯৮ লাখ ৯৭ হাজার ৪৮২ টাকা। এ ছাড় ৪,৪৯,৭৯৩ জন করদাতাকে সেবা দেয়া হয়েছে। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ১০,৭৯৫ জন। ই-টিআইএন পুনঃনিবন্ধন করেছেন ৭,৭৪২ জন। মেলায় আয়কর রিটার্ন জমা পড়েছে ৯০,৭৩৯টি। অন্যদিকে গতকাল সারা দেশে ১,০২,৯৫৪ জন করদাতাকে সেবা দেয়া হয়েছে। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ১,৪৬৩ জন। ই-টিআইএন পুনঃনিবন্ধন করেছেন ৯৩২ জন। মেলায় আয়কর রিটার্ন জমা পড়েছে ২১,০৩৯টি। আয়কর আদায় হয়েছে ১৬৫ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার ৫৭৪ টাকা। এদিকে মেলা ঘুরে দেখা গেছে, গতকাল ছুটির দিনে বৃষ্টি উপেক্ষা করে অনেক করদাতাই ভিড় করেছেন। শুক্রবারের চেয়েও শনিবার করদাতাদের সমাগম হয়েছে বেশি। করদাতাদের ভিড় সামাল দিতে কর্মকর্তাদের হিমশিম খেতে দেখা গেছে। তবে শেষ বেলায় আয়কর রিটার্ন জমা দিতে না পেরে হতাশ হয়ে ফিরেছেন অনেকে। করদাতাদের অভিযোগ, তথ্য ও সেবাকেন্দ্র, ই-টিআইএন রেজিস্ট্রেশন কেন্দ্র, রিটার্ন গ্রহণের জন্য করাঞ্চলের বুথ ও আয়কর রিটার্ন ফর্ম পূরণের টেবিল কম থাকায় পরিকল্পনা অনুযায়ী ৫টার আগে সব কাজ শেষ করতে পারেননি কর্মকর্তারা। তবে এ অভিযোগ অস্বীকার করে করদাতাদের দেরি করে আসাকে দায়ী করছে মেলা কর্তৃপক্ষ। দেশব্যাপী আয়কর মেলার পঞ্চম দিনে রাজধানীর অফিসার্স ক্লাবের মেলায় এমনই অভিযোগ করে ফিরে যেতে দেখা গেছে অনেক করদাতাকে। মিরপুর থেকে আয়কর রিটার্ন দিতে আসা সায়েম রহমান বলেন, টেবিলে ভিড় থাকায় কয়েকটি তথ্য কেন্দ্রে ঘুরতে ঘুরতে অনেক সময় চলে গেছে। এরপর কাজ শেষ হলেও ৫টা অতিক্রম করায় রিটার্ন দাখিল করতে পারেনি। তিনি বলেন, ব্যবসা বন্ধ করে রিটার্ন দিতে এসেছি। দিনের অর্ধেক সময় ব্যয় করেও কাজ হয়নি। তবে ছুটির দিনে মেলার সময়সীমা ৫টা পর্যন্ত না রেখে বাড়ানো হলে আর আসতে হতো না। এভাবে শেষ বেলায় রিটার্ন ফরম পূরণ করেও দাখিল করতে না পেরে হতাশ হয়ে ফিরছেন মোহাম্মদপুরের আমির হোসেন, রফিকুল ইসলামসহ অনেক করদাতা। এর আগে সকাল থেকে আয়কর মেলার তথ্য ও সেবাকেন্দ্র, ই-টিআইএন রেজিস্ট্রেশন কেন্দ্র, রিটার্ন গ্রহণের জন্য করাঞ্চলের বুথ ও ই-পেমেন্টের মাধ্যমে রিটার্ন দাখিলে ব্যাংকের বুথসহ সব জায়গাতেই করদাতাদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ভিড় দেখা গেছে রিটার্ন পূরণ ও ই-টিআইএন নিবন্ধনের জন্য নির্দিষ্ট টেবিলেও। এদিকে করদাতাদের অভিযোগ অস্বীকার করে এনবিআর-এর এক কর্মকর্তা বলেন, ঢাকার করাঞ্চলগুলোর জন্য এ জায়গাই যথেষ্ট। তবে ছুটির দিনে করদাতার সংখ্যা একটু বেশি হওয়ায় কিছুটা সমস্যা হয়েছে। তবে যারা দেরি করে এসেছেন তারাই ফিরে গেছেন। কোন করদাতাই হয়রানির শিকার হননি। ১৬ই সেপ্টেম্বর শুরু হওয়া ৭ দিনের এ মেলা ঢাকা ও বিভাগীয় শহরে চলবে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত। আর জেলা পর্যায়ে চলবে এ সময়ে মধ্যে যে কোন ৪ দিন। গ্রাহক সেবা বাড়াতে এবারের ঢাকার মেলায় ১৮টি ব্যাংক বুথ, ই-টিআইএন রেজিস্ট্রেশন বুথ ৪৪টি, ই-পেমেন্ট বুথ ৪টি, অভ্যর্থনা ডেস্ক ২টি, রিটার্ন গ্রহণ বুথ ৭২টি, অধিক্ষেত্র ১০টি, হেল্প ডেস্ক ৫০টি, স্বাস্থ্যসেবা ২টি, মিডিয়া বুথ ৩টি এবং ১টি অনুসন্ধান বুথ খোলা হয়েছে। আয়কর মেলা আজ যথারীতি সকাল ১০টায় শুরু হবে এবং বিকাল ৫টা পর্যন্ত চলবে। মেলায় করদাতাগণ তাদের ২০১৪-১৫ কর বর্ষের আয়কর রিটার্ন জমা, মেলায় অবস্থিত ব্যাংক বুথের মাধ্যমে আয়কর জমা, ই-টিআইএন গ্রহণ, ই-টিআইএন পুনঃনিবন্ধন করতে পারবেন। এ ছাড়া মেলায় করদাতাগণকে কর বিষয়ক পরামর্শ দেয়া হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button