আলোচনার মাধ্যমে তুর্কি পণবন্দিদের মুক্ত করা হয়েছে
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, আলোচনার মাধ্যমে আইএসআইএল’র কাছ থেকে তুর্কি পণবন্দিদের মুক্ত করা হয়েছে। রোববার নিউ ইয়র্কের উদ্দেশ্যে তুরস্ক ছাড়ার আগে আঙ্কারায় তিনি এ কথা বলেন।
এর্দোগান আরো বলেছেন, “শুধুমাত্র কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার মাধ্যমে পণবন্দিদের মুক্ত করা হয়েছে। এটি একটি কূটনৈতিক বিজয়। আইএসআইএলের সঙ্গে কোনো ধরনের লেনদেন হয়নি। মুক্তিপণ দেয়া হয়নি।”
গতকাল শনিবার উত্তর ইরাকে আইএসআইএল’র হাত থেকে ৪৬ জন পণবন্দিকে উদ্ধার করে তুরস্ক। এসব বন্দি তিন মাসের বেশি সময় ধরে তাদের হাতে আটক ছিলেন। মুক্ত ব্যক্তিদের মধ্যে ছিলেন তুরস্কের কনসাল জেনারেল, কূটনীতিকের ছেলে-মেয়ে এবং স্পেশাল ফোর্সের কয়েকজন সেনা।
পণবন্দিরা মুক্ত হওয়ার পর তুরস্ক তার অবস্থানে পরিবর্তন আনতে পারে বলে এর্দোগান ইঙ্গিত দিয়েছে। দেশটি দীর্ঘদিন থেকে বলে আসছিল, আইএসআইএল’র কাছে তাদের নাগরিক আটক থাকায় তারা লড়াইয়ে অংশ নিতে পারছে না। আইএসআইএলকে মদদ দেয়ারও অভিযোগ রয়েছে তুরস্কের বিরুদ্ধে।