কেবিসিতে প্রথম ৭ কোটি রুপি পেল দিল্লির দুই ভাই
ভারতের সনি টেলিভিশনে প্রচার চলতি জনপ্রিয় ক্যুইজের অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি)-তে এই প্রথম ৭ কোটি রুপির পুরস্কার পেলেন দিল্লির দুই ভাই। অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চন নিজেই তার ট্যুইটারে এ খবর জানিয়েছেন। উল্লেখ্য, কেবিসিতে অমিতাভ বচ্চন সঞ্চালনার ১৪ বছর পূর্ণ করেছেন এবারই। অমিতাভ তার ট্যুইটারে জয়ী দুই ভাইয়ের একটি ছবিও পোস্ট করেছেন। দিল্লির দুই ভাই অচিন ও সার্থক নারুলা এই প্রথম কেবিসির সর্বোচ্চ ৭ কোটি রুপি পুরস্কার জিতলেন। দুই ভাই চুড়ান্ত পর্বে ১৪টি প্রশ্নরই সঠিক উত্তর দিয়েছেন। অবশ্য এজন্য এরা চারটি লাইফলাইন ব্যবহার করেছিলেন। বড় ভাই অচিন একটি সংস্থায় মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেন। আর ছোট ভাই সার্থক এখনও পড়াশোনা করছেন । অচিন গত ১০ বছর ধরে কেবিসিতে অংশ নেবার জন্য চেষ্টা চালিয়ে এসেছে। কিন্তু এর আগে প্রতিবারই একটুর জন্য সুযোগ ফসকে গিয়েছিল। এবার অবশ্য সেটা হয়নি। আর সুযোগ কাজে লাগিযে এবারই বাজিমাৎ করেছেন দুই নারুলা ভাই। পুরষ্কারের চেক তুলে দেবার অনুষ্ঠানে অমিতাভ বচ্চন বিস্ময়ভরে দুই ভাইকে দেখে গিয়েছেন। কেবিসির প্রযোজক সিদ্ধার্থ বসু জানিয়েছেন, কেবিসি শুরুর দিন থেকে আমরা এমন একটি দিনের অপেক্ষায় ছিলাম। উজ্জ্বল মস্তিষ্কের দুই ভাইয়ের এই মহা জ্যাকপট লাভে আমরা খুব খুশি।