নিউইয়র্কের গণপরিবহনে ইসলামবিরোধী বিজ্ঞাপন

USAএকটি ইসলামবিরোধী ইহুদি গোষ্ঠী নিউইয়র্কের গণপরিবহনে আগামী সপ্তাহ থেকে চরম ইসলামবরোধী বিজ্ঞাপন দিচ্ছে। প্রায় ১ লাখ ডলার বা ৮০ লাখ টাকা করে যে বিজ্ঞাপন দেয়া হচ্ছে তাতে ফিলিস্তিনের জনপ্রিয় রাজনৈতিক দল হামাসকে ইসলামিক স্টেটের সাথে তুলনা করা হয়েছে এবং দাবি করা হয়েছে, ইহুদি বিদ্বেষ কুরআন শরীফেই আছে।
‘শিক্ষার উদ্দেশ্যে’ এসব বিজ্ঞাপন দেয়া হয়েছে বলে দাবি করেছে কথিত ব্লগার ও মানবাধিকারকর্মী ইহুদি নারী পামেলা গেলার। গেলারের দাবি ইসলামভীতি নয়, এটা ইসলাম অনুধাবনের জন্য। বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রতি বছর যে বৈদেশিক সাহায্য দেয় তার দুই-তৃতীয়াংশই পায় মুসলিম দেশগুলো। এতে সাহায্য বন্ধের দাবি জানানো হয়েছে। নিউইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সংবিধানে দেয়া বাক স্বাধীনতার রক্ষার জন্যই এসব ইসলামবিদ্বেষী বিজ্ঞাপন প্রচার ছাড়া তাদের সামনে কোনো বিকল্প নেই। তবে মেয়র বিল দ্য ব্লাসিও এক বিবৃতিতে বলেছেন, এসব বিজ্ঞাপন উসকানিমূলক, অবমাননাকর এবং ভুল। নিউইয়র্ক শহর অথবা অন্য কোথাও এর স্থান হবে না। এতে শুধু বিদ্বেষ এবং বিভাজনই বাড়বে। অন্যান্য শহরেও এ ধরনের বিজ্ঞাপন প্রচারের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে পামেলা। সূত্র : দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক ডেইলি নিউজ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button