বিশ্বের প্রথম পাতালরেল

Undergroundইমরুর হাসান: প্রায় ১৫১ বছর আগের কথা। তখন ব্রিটেনের রানী ছিলেন ভিক্টোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন। দু’জনই তখন সারা বিশ্বে আলোচিত ব্যক্তিত্ব। এদের যুগে ব্রিটেনের রাজধানী লন্ডনে বিশ্বের প্রথম পাতাল রেলপথ নির্মিত হয় ১৮৬৩ সালে। জানা যায়, প্রত্যাশিত হলেও বিশ্বখ্যাত এ দু’ব্যক্তি কখনো পাতাল রেলগাড়িতে চড়েননি।
লন্ডনের পাতাল রেল ইঞ্জিনিয়ার স্যার মার্ক ইসামবার্ড ব্রুনেলের অসাধারণ কীর্তি।
লন্ডন শহরের মাটির তলায় প্রতিষ্ঠিত রেলপথকে বলে টিউব বা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। প্রায় সারা লন্ডন শহরের নিচেই এই রেলপথ আছে। এমনকি টেমস নদীর পানির তলায় যে মাটি তারও নিচ দিয়ে এই রেলপথ ওপারে গিয়ে উঠেছে।
লন্ডনের পরে পাতালরেল নির্মিত হয় প্যারিস, মস্কো, নিউ ইয়র্ক, মাদ্রিদ, টোকিও প্রভৃতি শহরে। আমাদের প্রতিবেশী দেশ ভারতের কলকাতায়ও পাতালরেল আছে। বর্তমানে বিশ্বের প্রায় ৫০টি শহরে পাতালরেল আছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button