বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে : স্পিকার

Shirinস্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সঠিক পথে বাংলাদেশ এগিয়ে যােেচ্ছ উল্লেখ করে দেশের উন্নয়নের সকল ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ককে আরো সম্প্রসারিত করতে সংযুক্ত আরব আমিরাতের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত ড. সায়িদ বিন হাযর আল-শাহি আজ স্পিকার সাথে তার কার্যালয়ে সাক্ষাত করলে তিনি এ সহযোগিতা কামনা করেন।
সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। সংসদীয় গণতন্ত্র এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। তারা দ্বি-পক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
স্পিকার বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। দু’দেশের সংসদের মধ্যে প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে সংসদ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে।
সংযুক্ত আরব আমিরাতে সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক খুবই চমৎকার উল্লেখ করে স্পিকার বলেন, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগসহ সকল উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা প্রদানের সুযোগ রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়নে বাণিজ্য বিনিয়োগসহ সকল ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে পাশে থাকবে। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের সাথে যৌথ সংসদীয় পার্টনারশিপ গড়ে তোলতে আগ্রহী।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আরো জানান, সংযুক্ত আরব আমিরাতের পার্লামেন্ট স্পিকার বাংলাদেশের পার্লামেন্টে সফরে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার সংযুক্ত আরব আমিরাতের পার্লামেন্ট স্পিকারকে বাংলাদেশ সফরের আমান্ত্রণ জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button