আফগানিস্তানে জাতীয় ঐক্যের সরকার
জাতীয় ঐক্যের সরকার গঠনে একটি চুক্তিতে সই করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রার্থীরা। কাবুলে এক অনুষ্ঠানে এ চুক্তি সই করা হয়।
চুক্তি অনুযায়ী আশরাফ গনি দেশটির প্রেসিডেন্ট হবেন। আরেক প্রার্থী আব্দুল্লাহ আবদুল্লাহকে প্রধানমন্ত্রী মর্যাদায় চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মনোনীত হবেন।
চুক্তি সইয়ের অনুষ্ঠানটি দেশটির জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
উল্লেখ্য, গত এপ্রিল ও জুনে দুই দফা নির্বাচন অনুষ্ঠিত হয় আফগানিস্তানে। কিন্তু দুই প্রার্থীই পরস্পরের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনেন। ফলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি।