খালেদা জিয়ার আবেদন খারিজ

নিরাপত্তার কারণে উপস্থিত হতে না পারায় সাক্ষ্য গ্রহণ মুলতবি করতে করা খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। রাজধানীর বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে সোমবার মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য ছিল। নিরাপত্তার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবীরা সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখার আবেদন করলে আদালত না খারিজ করে দেন।
একই সঙ্গে খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বাদীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আদালতের কার্যক্রম দুপুর সাড়ে ১২টার দিকে মুলতবি করা হয়। খালেদা জিয়ার আইনজীবীরা অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের আবেদন করলে সেটিও খারিজ করে দেয়া হয়। এ মামলার সাক্ষ্য গ্রহনের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ই অক্টোবর।
জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের এই দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা সম্প্রতি বিশেষ আদালতে স্থানান্তর করা হয়।
গত ১৭ই সেপ্টেম্বর খালেদা জিয়ার আইনজীবীদের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণের দিন সপ্তমবারের মতো পিছিয়ে সোমবার পুননির্ধারণ করেছিলেন আদালত। এদিন খালেদা জিয়াসহ সব আসামিকে হাজিরের নির্দেশ দিয়ে আদালত জানিয়েছিলেন, সবার উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ করা হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button