সিরিয়ায় মার্কিন বিমান হামলা শুরু
আরব মিত্রদের সহযোগিতায় সিরিয়ায় ইসলামিক স্টেট যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
সোমবার সন্ধ্যায় বিমান হামলা শুরু হয়েছে বলে এক বিবৃতিতে স্বীকার করেছে পেন্টাগন।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি রিয়্যাল অ্যাডমিরাল জন কিরবি বলেন, ‘আমি নিশ্চিত করছি যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং সহযোগী দেশগুলোর বাহিনী যুদ্ধবিমান, বোমারু এবং টোমাহক স্থল আক্রমণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সিরিয়ার আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে।’
তিনি জানান, অভিযান চলমান থাকায় এ সম্পর্কে আর বিস্তারিত কিছু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।
পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইসলামিক স্টেটের সদর দপ্তরসহ ২০টি লক্ষ্যবস্তুতে এদিন বিমান হামলা চালানো হয়েছে।
বাহরাইন, কাতার, জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বিমান এই হামলায় অংশ নিয়েছে বলে জানান তিনি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশাল আল-আসাদ এই হামলায় অনুমতি দেননি। তার বর্বর শাসনের সূত্র ধরে সিরিয়ায় এই রাজনৈতিক সংকটের শুরু হলেও এখন যুক্তরাষ্ট্র ও তার আরব মিত্রদের এই হামলায় তিনি কী প্রতিক্রিয়া দেখান তা স্পষ্ট নয়।
এর আগে ইরাকের ইসলামিক স্টেটের লক্ষ্যবস্তুতে ১৯০ দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরাক ও সিরিয়ার এক তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণ করছে কট্টরপন্থী এই সুন্নী সংগঠনটি।