স্কটল্যান্ডের গণভোটে জালিয়াতির অভিযোগ
স্কটল্যান্ডের গণভোটে জালিয়াতির অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে লাখ লাখ মানুষ। গণভোটে জালিয়াতি সংক্রান্ত ভিডিও প্রকাশিত হওয়ার পর এ দাবি ওঠেছে।
মঙ্গলবার সকালের মধ্যেই ‘চেঞ্জ ডট অর্গ’ ওয়েব সাইটে ৯০ হাজার লোক এ সংক্রান্ত আবেদনে সই করেছে। এছাড়া ‘থার্টি এইট ডিগ্রিস ডট অর্গ ডট ইউকে’ ওয়েবসাইটের আবেদনে সই করেছে আরো ৬৩ হাজার ব্যক্তি। এ ওয়েবসাইটের আবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের গণভোটে প্রদত্ত সব ভোট পুনর্গণনা করতে হবে।
তবে ‘চেঞ্জ ডট অর্গ’ ওয়েবসাইটে বলা হয়েছে, স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে পুণরায় গণভোট আয়োজন করতে হবে। পুনরায় গণভোটের দাবিতে আন্দোলনরত কিরস্টি কিটিং বলেছেন, স্বাধীনতা প্রশ্নে গণভোট চলাকালে জালিয়াতি ও কারচুপির অসংখ্য ঘটনা ঘটেছে এবং এসবের প্রমাণ রয়েছে। ইন্টারনেটেও এ সংক্রান্ত বহু ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে। একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, একজন মহিলা বেশ কিছু ‘হ্যা’ ভোটকে ‘না’ ভোটের জায়গায় রেখে দিচ্ছে।
গত ১৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়েছে। ৫৫ শতাংশ স্কটিশ স্বাধীনতার বিপক্ষে রায় দিয়েছে বলে ভোট গণনা শেষে জানানো হয়েছে।