লোকসানি রুটে বিমান চলাচল বন্ধের সুপারিশ
বাংলাদেশ বিমানকে অব্যাহত লোকসানের হাত থেকে বাঁচাতে যেসব রুটে বিমান পরিচালনায় লোকসান হচ্ছে সেসব রুটগুলো বন্ধ করে দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫ম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, মো. আফতাব উদ্দীন সরকার, রওশন আরা মান্নান এবং সাবিহা নাহার বেগম অংশ নেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ বিমান পরিবহন নিয়ে আলোচনা হয়। এ সময় কমিটির সদস্যরা বিমানের অব্যাহত লোকসানে অসন্তোষ প্রকাশ করে বলেন, বিমানকে লাভজনক করতে একের পর এক ব্যবস্থাপনা পরিচালকসহ উর্দ্ধতন পদগুলোতে পরিবর্তন আনা হচ্ছে। তবুও লোকসান কাটিয়ে উঠতে পারছে না প্রতিষ্ঠানটি। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যেসব রুটে সবসময় লোকসান গুণতে হচ্ছে সেসব রুট বন্ধ করে দেয়া হচ্ছে না কেন?
আলোচনার পরিপ্রেক্ষিতে কমিটি যেসব রুটে বিমান লোকসান দিচ্ছে সে রুটগুলো বন্ধ করে দেয়ার সুপারিশ করেছে। একইসঙ্গে লাভজনক রুটে বিমান চলাচল অব্যাহত রাখা, বিমানের সেবার মানোন্নয়ন এবং বিমানের লোকসান পর্যায়ক্রমে কমিয়ে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করা হয়। এছাড়াও বিমানের টিকেটিং সিস্টেম উন্নয়ন ও নিরীক্ষা কার্যক্রম জোরদার করার সুপারিশ করা হয়।
বৈঠকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজগুলোর আধুনিকায়নের পাশাপাশি আরও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেল ও ইন্টার কন্টিনেন্টাল ঢাকা (রূপসী বাংলা) হোটেল নিয়ে আলোচনা হয়। কমিটি এসব হোটেলে মুক্তিযুদ্ধের কর্ণার চালু করার সুপারিশ করা হয়। এছাড়া হোটেলের সংস্কার, খাবারের মান বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং নিয়োজিত কর্মকর্তা-কর্মচারিদেরকে আগত অতিথিদের সঙ্গে সদাচরণের পরামর্শ দেয়া হয় বৈঠকে।