বিশ্বের সবচেয়ে উঁচু থামে পতাকা উত্তোলন
সৌদি আরবের ৮৪তম মহান জাতীয় দিবস উপলক্ষে বাণিজ্যিক নগরী জেদ্দায় কিং আবদুল্লাহ রোডে বিশ্বের সবচেয়ে উঁচু থামে জাতীয় পতাকা উত্তোলন করেছে জেদ্দা পৌরসভা কতৃপক্ষ।
জেদ্দার মেয়র হানি আবুরাস মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, বিশ্বের সবচেয়ে উঁচু থামটির উচ্চতা ১৭০ মিটার। ৩৩ মিটার চওড়া পতাকাটির দৈর্ঘ্য ৪৯.৫০মিটার এবং ওজন ৫৭০ কেজি। এ প্রকল্পটি সম্পূর্ণ করতে সময় লেগেছে এক বছর।
তিনি আরো বলেন, বিশ্বের সর্বোচ্চ দ্বিতীয় পতাকাটি উত্তোলন করা হবে পবিত্র কাবা শরীফ সংলগ্ন মক্কা স্কয়ারে। স্কয়ারটির আয়তন ২৬ হাজার বর্গমিটার। শিগগিরই এ প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সারা বিশ্বে একমাত্র সৌদি আরবের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় না।