ব্রিটেনে মাইগ্রেশন লক্ষমাত্রা কমিয়ে আনার ঘোষণা
ব্রিটেনের লেবার শ্যাডো হোম সেক্রেটারি বলেছেন আগামী বছর অনুষ্ঠিতব্য নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে তারা নীট মাইগ্র্যাশন লক্ষমাত্রা লাখের নিচে নামিয়ে আনবেন।
লেবার শ্যাডো হোম সেক্রেটারি ইয়েট কুপারের বরাত দিয়ে দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয় এই প্রথম বারের মতো লেবার পার্টি কনজারভেটিভ সরকারের মাইগ্র্যাশন নীতির সমালোচনা করতে গিয়ে এ তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন ২০১০ সালে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং হোম সেক্রেটারি তেরেসা মে ঘোষণা করেছিলেন যে তারা মাইগ্র্যাশন হার ২.৪৩ লাখ থেকে কমিয়ে এক লাখে নিয়ে আসবেন। কিন্তু এখনো সেই সংখ্যায় রয়ে গেছে।
তবে তিনি এটিও স্বীকার করেছেন যে আগামী নির্বাচন নাগাদ এই লক্ষমাত্রায় পৌঁছানো আসলেই দুরূহ একটি কাজ।
কুপার বলেন লেবার অনেক কঠোর লক্ষমাত্রা ধার্য করে সরকারের নীট মাইগ্র্যাশন টার্গেট রিপ্লেস করবে। তবে এই ব্যবস্থার মধ্যে বিদেশি শিক্ষার্থীদের রাখা হবে না।
তিনি বলেন এটি গুরুত্বপূর্ণ যে যারা আশ্রয় প্রার্থনা করেন তাদেরকে মাইগ্র্যান্টদের থেকে পৃথক রাখতে হবে। কারণ তারা সুরক্ষা চায়।