আবু কাতাদাকে সন্ত্রাসী অভিযোগ থেকে অব্যাহতি

Abu Qatadahজর্ডানের একটি আদালত মুসলিম ধর্মপ্রচারক আবু কাতাদাকে সন্ত্রাসবাদী অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। ২০০০ সালে পর্যটকদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে কৌশলগত ও জিনিসপত্র সরবরাহের অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়ার পর বুধবার তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন।
গত বছর ব্রিটেন থেকে লম্বা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কাতাদাকে জর্ডানে নিয়ে আসা হয়। এরপর গত জুনেও একটি সন্ত্রাসবাদী অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।
বুধবার আদালতে সরকার পক্ষে আইনজীবীরা দাবি করেন, ব্রিটেন থেক জর্ডানের একটি জঙ্গী গোষ্ঠীকে মদদ দিতেন কাতাদা। ১৯৯০ পরবর্তী সময়ে জর্ডানে বেশ কয়েকটি হামলার সঙ্গে তিনি জড়িত ছিলেন। তবে ‘পর্যাপ্ত প্রমাণের’ অভাবে বুধবার আদালত তাকে অভিযোগ থেকে বেকসুর খালাস দেন।
ধারণা করা হচ্ছে সম্প্রতি ওই অঞ্চলে আইএসের তৎপরতার বিরুদ্ধে শক্তিশালী জনমত তৈরিতে কাতাদাকে ব্যবহার করা হতে পারে। কেননা সালাফি মাজহাবের অনুসারী আবু কাতাদার বিরুদ্ধে জঙ্গীবাদের অভিযোগ উঠলেও তিনি ইসলামিক স্টেটের কঠোর সমালোচক। গত জুলাইয়ে কাতাদা আইএসের খিলাফতের বিরুদ্ধে ২১ পৃষ্টার একটি লম্বা লেখেন। যেখানে তিনি পরিষ্কারভাবে বলেন, আইএসের খিলাফত অবৈধ। অবশ্য আইসের প্রতিপক্ষ নুসরা ফ্রন্টের প্রতি সমর্থন রয়েছে তার এই ধর্ম প্রচারকের।
এদিকে আদালত কাতাদাকে বেকসুর খালাস দিলেও তাকে পুনরায় যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
কেননা যুক্তরাজ্যের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলছেন, কাতাদা একজন বিদেশি নাগরিক যাকে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button