মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী ব্যক্তি
বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় বিল গেটসের নাম সর্বাগ্রে। কিন্তু মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় নেই রাষ্ট্রক্ষমতার বাইরের কোনো ব্যবসায়ি। বরংচ সৌদিআরবের যুবরাজ আল ওয়ালিদ বিন তালাল আল সাউদ হলেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী ব্যক্তি।
আন্তর্জাতিক ম্যাগাজিন ফোর্বেসের তালিকা মতে, যুবরাজ তালালের সম্পদের পরিমান বিশ বিলিয়ন ডলার। অন্যদিকে অপর এক সংস্থা ব্লুমবার্গের মতে তার সম্পদের পরিমান ৩০ বিলিয়নের বেশি।
যুবরাজ তালালের ব্যবসার মূলে আছে তেল ও আবাসন ব্যবসা। যদিও মধ্যপ্রাচ্যের মিডিয়া মুঘল নামেও তাকে ডাকা হয়। কারণ নিউজ করপোরেশন, টাইম ওয়ার্নার এবং ওয়াল্ট ডিজনির মতো বড় প্রতিষ্ঠানগুলোতেও তার রয়েছে উল্লেখযোগ্য পরিমান শেয়ার। সম্প্রতি তিনি টুইটারের প্রায় ৩০০ মিলিয়ন ডলারের শেয়ার কিনেছেন।
নিজের মিডিয়া ব্যবসা সম্পর্কে যুবরাজ বলেন, ‘নিউজ করপোরেশন এবং টাইম ওয়ার্নারের মতো দুটি প্রতিষ্ঠানের এক হয়ে কাজ করার বিষয়টি স্বপ্নের মতো। আমি যতদুর রুপার্ট মারডককে জানি তাতে তার সময় এখনও শেষ হয়ে যায়নি। টাইমের ব্যবস্থাপনা পরিষদ রুপার্টের বিরুদ্ধে কাজ করছেন। এখন দেখার বিষয় যুগান্তকারী সিদ্ধান্তটা কোন পক্ষ থেকে আসে।’