ইউনাইটেডের সব ফ্লাইট বন্ধ, বিমানবন্দরে বিক্ষোভ
ইউনাইটেড এয়ারওয়েজের আন্তর্জাতিক ও অভ্যন্তরীন রুটের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় উত্তরায় এয়ারওয়েজের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলন বলা হয়, নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাউকে না পাওয়ায় বিগত দুদিন ধরে ফ্লাইট অপারেশন পরিচালনায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। বুধবার ঢাকা- দোহা-মাস্কাট, ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইটসহ চারটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হয়। বৃহস্পতিবার থেকে ইউনাইটেডের সব ফ্লাইট বন্ধ থাকবে। উড়োজাহাজের জ্বালানি ও ইনফ্লাইট খাবার না থাকাসহ নানা কারণে বৃহস্পতিবার থেকে আর কোন ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে না। এদিকে ফ্লাইট বাতিলে ভোগান্তিতে পড়া যাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে বিক্ষোভ শুরু করেছেন।