সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা ৪ অক্টোবর
ইউরোপ, আমেরিকা ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৪ অক্টোবর শনিবার পবিত্র ঈদুল আযহা তথা কোরবানির ঈদ উদ্যাপিত হবে। বুধবার সৌদি কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে বলে আল-আরাবিয়া নিউজ চ্যানেল অনলাইন ভার্সনে জানায়।
ইসলামী চন্দ্র মাসের ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ্জ মাসের ১০ তারিখে ঈদুল আযহা পালিত হয়। বৃহস্পতিবার থেকে জিলহজ্জ মাস গণনা শুরু হয়েছে।
মূলত: সৌদি আরবের মক্কা নগরীতে প্রত্যেক বছর লাখ লাখ মুসলমানের হজব্রত পালন শেষে ঈদুল আজহা উদ্যাপিত হয়। হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি।
এছাড়া সৌদি কর্তৃপক্ষ জানায়, হজের অন্যতম বিধান আরাফা ময়দানের উপস্থিতির দিন হবে আগামী ৩ অক্টোবর শুক্রবার।
পশ্চিমা দেশগুলোও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করবে।