২০২০ সালের মধ্যে ব্রিটেনের ন্যূনতম মজুরি ৮পাউন্ড
যুক্তরাজ্যের বিরোধী নেতা এড মিলিব্যান্ড ব্রিটেনের হতদরিদ্র শ্রমিকদের মজুরী বৃদ্ধি করার অঙ্গিকার করেছেন। তিনি বলেন ২০২০ সালের মধ্যে ন্যূনতম মজুরি আট পাউন্ড বৃদ্ধি করবেন। মিলিব্যান্ড বলেন লেবার পার্টি আগামী পার্লামেন্টে জাতীয় ন্যূনতম মজুরি ঘন্টাপ্রতি আট পাউন্ডের অধিক বৃদ্ধি করবে। ম্যানচেষ্টারে অনুষ্ঠিত দলের বার্ষিক সন্মেলনের প্রাক্কালে দ্য অবজারর্ভারের সাথে এক সাক্ষাতকারে তিনি এই তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন এই মজুরিবৃদ্ধি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং লেবারের লক্ষ হচ্ছে কঠোর পরিশ্রমি লোকেরা যাতে ভাল পুরস্কার পায়। এই পদক্ষেপের ফলে অষ্ট্রেলিয়া এবং ইউরোপিয় ইউনিয়নের জার্মানি ও বেলজিয়ামের মতো দেশগুলির সমান মজুরি এই দেশেও কার্যকর হবে বলে তিনি মন্তব্য করেন।