কাতাদাকে ব্রিটেনে ফিরতে দেয়া হবে না : তেরেসা মে
ব্রিটিশ হোম সেক্রেটারি তেরেসা মে বলেছেন আবু কাতাদা জর্দানের আদালতে সন্ত্রাসী অভিযোগ থেকে খালাস পেলেও তাকে ব্রিটেনে ফিরতে দেয়া হবে না।
কাতাদা যিনি তার বিরুদ্ধে আনা সন্ত্রাসের অভিযোগ মোকাবেলায় তার লন্ডনের বাসভবন থেকে বহিস্কারের বিরুদ্ধে দীর্ঘ এক দশক ধরে আইনী লড়াই চালিয়ে গেছেন, বিচারক তাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার পর আম্মানের আদালত থেকে খোলাখুলিভাবে হেঁটে বাইরে আসেন।
এক টেলিভিশন বিবৃতিতে হোম সেক্রেটারি বলেন জর্দানের আদালত তাকে অব্যাহতি দিলেও কাতাদাকে বৃটেনে ফিরে আসতে দেয়া হবে না।
তিনি বলেন “ যুক্তরাজ্যের আদালতগুলি একেবারেই পরিস্কার যে আবু কাতাদা আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি একটি হুমকি। এবং এই কারণে আমরা সন্তুষ্ট যে তাকে যুক্তরাজ্য থেকে বহিস্কার করতে আমরা সক্ষম হয়েছি।”
তার বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার ও জাতিসংঘ ট্রাভেল ব্যান জারি রয়েছে যার অর্থ হচ্ছে সে বৃটেনে ফিরে আসছে না বলে তিনি মন্তব্য করেন।