সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
ঝিনাইদহের মহেশপুরের কুসুমপুর সীমান্তের ওপারে ভারতে ইছামতি নদীর ধারে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। নিহত মাহবুব হোসেন ওরফে রাজু আহম্মেদ (২৫) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধানখোলা গ্রামের জাকির হোসেনের ছেলে।
জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে হঠাত্ কুসুমপুর সীমান্তে গুলির শব্দ শুনতে পেয়ে কুসুমপুর বিজিবি ক্যাম্পে খবর দেন স্থানীয়রা। এরপর কুসুমপুর বিজিবি ক্যাম্প কমান্ডার শফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
বিজিবি জানিয়েছে, গরু পারাপারের সময় কুসুমপুর সীমান্তের বিপরীতে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায়। ভারত বাংলাদেশ সীমান্তের ৬১ নং মেইন পিলারের ১৮টি সাব পিলারের কাছে ভারতীয় সীমানায় ইছামতি নদীর ধারে রাজুর লাশ পওয়া যায়।
বিজিবির কুসুমপুর ক্যাম্পের কমান্ডার শফিকুল ইসলাম জানান, গুলির খবর পেয়ে তারা সীমান্ত এলাকায় যান। এ সময় সীমান্তের লোকজন বাংলাদেশী যুবক রাজুর লাশ শনাক্ত করেন।