স্বাস্থ্য সেবায় বাংলাদেশের অগ্রগতি আশাব্যঞ্জক : ড্যান মজীনা
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এইচই ড্যান ডাব্লিউ মজীনা বলেছেন, স্বাস্থ্যসেবায় বাংলাদেশর অগ্রগতি আশাব্যঞ্জক। শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় এগিয়ে রয়েছে। রামগঞ্জ উপজেলায় ফেমাস হাসপাতালসহ সরকারি ও বেসরকারি হাসপাতাল গড়ে ওঠায় প্রসূতি মা ও শিশু মৃত্যুর হার কমেছে। এদেশে ধনি-দরিদ্র-মধ্যবিত্ত সব শ্রেণী পেশার মানুষ স্বাস্থ্যসেবা নিতে হাসপাতালে আসেন। তিনি গতকাল বুধবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফেমাস হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের হল রুমে উপস্থিত সুধী সমাবেশে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, মার্কিন রাষ্ট্রদূতের স্ত্রী গ্রেস মজীনা, ইউএসএআইডির মিশন ডিরেক্টর ডা. জেনেইনা জারুলেস্কি, মার্কিন অ্যাম্বাসি কর্মকর্তা রওশন আরা, হাসপাতালের পরিচালক ডা. হুমায়ন কবির, ডা. শফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, পৌর মেয়র বেলাল আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম।