বাংলাদেশে ঈদুল আজহা ৬ অক্টোবর

আগামী ৬ অক্টোবর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। বৃহস্পতিবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভা শেষে বলা হয়, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার কোথাও ১৪৩৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে ২৬ সেপ্টেম্বর শুক্রবার যিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৭ সেপ্টেম্বর শনিবার থেকে পবিত্র যিলহজ মাস গণনা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ৬ অক্টোবর সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
১৪৩৫ হিজরি সনের পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয় বলেও সভা শেষে জানানো হয়।
ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজউদ্দিন আহমাদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, আবহাওয়া অধিদপ্তরের পারচালক মো: শাহ আলম, স্পারসোর পিএসও মো: শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে চাঁদ দেখার ওপর ভিত্তি করে সৌদি আরবের একদিন পর ঈদ করে থাকে। সে হিসেবে আগামী ৫ অক্টোবর বাংলাদেশে ঈদ উদ্‌যাপনের কথা থাকলেও এবার দুদিন পিছিয়ে ৬ অক্টোবর ঈদ উদ্‌যাপিত হবে।
অবশ্য, চাঁদ দেখার ওপর ভিত্তি করে সৌদি আরবের সঙ্গে দূরত্বের কারণে বাংলাদেশে দুদিন পরও ঈদ হওয়ার বৈজ্ঞানিক ভিত্তি আছে। তবে বেশ কয়েক বছর পরপর এ ধরনের ঘটনা ঘটে থাকে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button