ঐক্যের মন্ত্রিসভা গঠনে একমত ফাতাহ-হামাস
ফিলিস্তিনে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে আংশিক সমঝোতায় পৌঁছেছে ফাতাহ ও হামাস। মিসরের কায়রোতে দুই দিনের বৈঠকে বিবাদমান দুই দলের প্রতিনিধিরা বৃহস্পতিবার ঐক্যের সরকার গঠনে একমত হন। সমঝোতা অনুযায়ী, মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ঐক্যের সরকার গাজার নিয়ন্ত্রণ নেবে।
ফাতাহ প্রতিনিধি দলের প্রধান আজাদ আল আহমেদ বলেন, আমাদের খুবই দ্রুত কাজ করতে এবং জাতীয় ঐক্যের সরকার গঠনে সব ধরনের প্রতিবন্ধকতা থেকে পরিত্রাণ পেতে হবে।
তিনি বলেন, ইসরাইলি আগ্রাসনের প্রেক্ষিত্রে আমরা গাজা পুনর্গঠন নিয়ে আলোচনা করেছি।
আব্বাস সরকারের এক পরিসংখ্যানে দেখা গেছে, গাজা পুনর্গঠনে প্রায় ৭.৮ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। যা গাজার জিডিপির আড়াইগুন।