মদিনায় বিশেষ দোয়ায় আল্লামা শফী : শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ যেন বাংলাদেশে ইসলামের পতাকা বুলন্দ করেন

Shofiহেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দেশ শীর্ষ আলেম আল্লামা শাহ্ আহমদ শফী বলেছেন, মুসলমানদের ইমান-আকিদা হেফাজতের আন্দোলনে আলিম সমাজকে আজীবন অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। নবীর ওয়ারিসদের প্রতি এটা মহান আল্লাহর অর্পিত দায়িত্ব। কে কী বলল, ইসলামের দুশমনেরা কখন কোন উপায়ে হামলা করল, ঈমানদারের জানমালের কীরূপ ক্ষতি সাধন করল সেসবের দিকে তাকিয়ে দায়িত্ব পালনে শিথিলতার কোনো অবকাশ নেই। তাওহীদের প্রশ্নে, শানে রেসালতের প্রশ্নে, ইসলামের ইজ্জত সমুন্নত রাখার প্রশ্নে বাংলাদেশের হক্কানি ওলামা-মাশায়েখ অতীতেও আপস করেনি বর্তমান কিংবা ভবিষ্যতেও আপস করছে না, করবে না।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার বিকেলে সউদী আরবের মদিনা নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে প্রবাসী বাংলাদেশী ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আল্লামা শফী এসব কথা বলেন।
আল্লামা শাহ্ আহমদ শফী বলেন, সমাজের সর্বস্তরের মুসলমানদের অন্তরে আলিম সমাজের প্রতি যে শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা রয়েছে এটাকে ইসলামবিদ্বেষী শয়তানি শক্তি ভয় করে, তাই সাধারণ মুসলমানদের কাছে আলিমদের হেয় করার অপচেষ্টা তাদের যুদ্ধকৌশলের অংশ। এতে বিভ্রান্ত হবার কোনো কারণ নেই। ওলামায়ে কেরাম জীবন দেয় কিন্তু ঈমান বিক্রি করে না। হেফাজতে ইসলাম বাংলাদেশ মুসলমানদের ঈমান, আকিদা, তাহযীব-তামাদ্দুন ও ইসলামী আদর্শ বুলন্দ রাখার যে অরাজনৈতিক আন্দোলন করে যাচ্ছে তা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে যাচ্ছে। কারও উস্কানি, প্রলোভন কিংবা ভয়ভীতিকে আমরা পরোয়া করি না। মহান আল্লাহই আমাদের শ্রেষ্ঠ অভিভাবক, ভরসা ও সাহায্যকারী।
আল্লামা শাহ্ আহমদ শফী বলেন, আমরা বিশ্বাস করি, মানুষের জান-মাল, ইজ্জত-আব্রু মুসলমানদের কাছে আমানত। নিরীহ সাধারণ মানুষের জীবন সম্পদের নিরাপত্তা দেয়া আমাদের ঈমানী দায়িত্ব। তাই হেফাজতে ইসলামের আন্দোলনে কখনও কারও জীবন ও সম্পদহানির ঘটনা ঘটেনি। যারা আমাদের রক্তে রাজধানীর রাজপথ রঞ্জিত করেছে, শহীদদের রক্ত সম্পর্কে ঠাট্টা-বিদ্রূপ করেছে তারা আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবে না। রক্তের প্রতিশোধ আল্লাহ অবশ্যই নেবেন। তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশে যেন ইসলামের পতাকাকে বুলন্দ করেন।
সম্মেলন শেষে আল্লামা আহমদ শফী মুসলিম উম্মাহর কল্যাণ, সবার সুস্থতা, দীর্ঘায়ু এবং বাংলাদেশের মুসলমানদের সার্বিক কামিয়াবী ও দেশে শান্তি-স্থিতিশীলতা এবং উন্নতি-অগ্রগতির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মুনাজাত করেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশ পবিত্র মদিনা শাখার সভাপতি মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওলামা-মাশায়েখ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশর নায়েবে আমির মাওলানা হাফেজ তাজুল ইসলাম, আল্লামা আহমদ শফীর সাহেবজাদা মাওলানা আনাস মাদানী, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর মাওলানা নাজমুল হাসান, মদিনা শাখার সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা সুফিয়ান আনিস মাদানীসহ বাংলাদেশের বিশিষ্ট আলিম ও প্রবাসী হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button